চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাহাজে কাঠের বদলে মিললো টনে টনে হাতির দাঁত, মাছের আঁশ

হাতির প্রায় ৯ টন দাঁত, আর বিলুপ্তপ্রায় প্রাণী বনরুইয়ের ১২ টন আঁশের বিশাল একটি চালান জব্দ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

রোববার সিঙ্গাপুর হয়ে ভিয়েতনামগামী একটি কার্গো জাহাজের কন্টেইনারে তল্লাশি চালিয়ে এই চালান আটক করা হয়।

বিবিসি জানায়, কাঠ আনার কথা বলে কন্টেইনারে করে এই দাঁত আর আঁশ বহন করা হয়েছে। এই বিপুল পরিমাণ দাঁতের জন্য প্রায় ৩শ’ হাতি হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, জব্দ করা ওই হাতির দাঁতের বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ১শ’ ৯ কোটি টাকারও বেশি।

ওই প্রতিবেদনে বলা হয়, চালানে থাকা প্রায় ২ হাজার বনরুই এর ১২ টন আঁশের মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ৩শ’ কোটি টাকারও বেশি।

জব্দ হওয়া জাহাজটি আফ্রিকার কঙ্গো থেকে আসছিল। চীনের কর বিভাগের তথ্য পেয়ে জাহাজটির কন্টেইনার তল্লাশি চালানো হয়।

সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আটক করা হাতির দাঁত এবং আঁশ ধ্বংস করে ফেলা হবে।

তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও সিঙ্গাপুরে অবৈধ মালামালের বড় চালান ধরা পড়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত মোট সাড়ে ৩৭ টন বনরুয়েই আঁশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।