চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামিন পেলেন শাহাদত

গৃহকর্মী নির্যাতনের মামলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদত হোসেন। মঙ্গলবার সিএমএম আদালত শাহাদত হোসেনকে জামিন দেন।

এর আগে গত ১ ডিসেম্বর একই মামলায় শাহাদতের স্ত্রী জেসমিন জাহান নিত্যর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

গৃহকর্মী হ্যাপিকে মারধরের দায়ে গত ৭ সেপ্টেম্বর শাহাদত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি করেন। মামলার পর থেকেই শাহাদত ও তার স্ত্রী নিত্য পলাতক ছিলো।

এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদত হোসেন এবং তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালায় পুলিশ। নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করে শাহাদত।

মিরপুরের পুলিশ জানায় তাদের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে শাহাদাত এবং তার স্ত্রী।

তাদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহায়তা নিয়ে ৪ অক্টোবর আটক করা হয় শাহদতের স্ত্রী নিত্যকে। এর একদিন পর থানায় আত্নসমর্পন করেন ক্রিকেটার শাহাদত।