চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামিন নাকচ হওয়ার ৩ ঘন্টা পর আবারো জামিন

জামিন নাকচ হওয়ার ৩ ঘন্টা ব্যবধানে আবারো জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতার দুই মামলায় জামিন নাকচের বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের পর মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন আদালত।

আজ দুপুরে আদালতে হাজিরা দেয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে দলের মহাসচিবের দায়িত্ব দেন।

পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে মির্জা ফখরুল খবর পান তাকে ভারপ্রাপ্ত থেকে দলের পূর্নাঙ্গ মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঐ অবস্থায় তিনি দলের নেতাকর্মীদের নিয়ে ঢাকা সিএমএম আদালতে পৌঁছান।

বেলা ১২টা থেকে মামলার শুনানী শুরু হলে তিনি  আদালতে আত্মসমর্পন করেন। আদালত একটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দিলেও বাকী দুটিতে জামিন আবেদন খারিজ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।