এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের শুরুর একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা মিডফিল্ডার মেহেদী হাসান মিঠু ও মো. সোহেল রানা জায়গা পাননি। শুরুর একাদশে জামালের সঙ্গে এসেছেন আছেন ডিফেন্ডার শাকিল হোসেন।
চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। পোস্টের সামনে মিতুল মারমার উপরেই ভরসা রাখা হয়েছে।
কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু খেলা। টি-স্পোর্টস টিভি পর্দায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।








