চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবি উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। অবরোধের ফলে বন্ধ রয়েছে সকল প্রশাসনিক কার্যক্রম।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনকারীদের দাবি, দুর্নীতি ও নৈতিক স্থলনে অভিযুক্ত উপাচার্য যাতে প্রশাসনিক কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য তারা অবরোধ কর্মসূচি পালন করছেন।

উপাচার্যের অপসারণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার এ অবরোধ কর্মসূচি চলবে বলে জানান তারা। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিজ কার্যালয়ে আসেননি।