চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবি’র ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ১৭১ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তিযুদ্ধ চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

এবার ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৭১ জন করে পরীক্ষার্থী।

আগামীকাল ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন আরো অনুষ্ঠিত হবে আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে। দুই অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময় সূচি http://www.ju-admission.org থেকে জানা যাবে।