চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রশান্ত মহাসাগরীয় ‘শান্তির ভিত্তিপ্রস্তর’: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র-জাপান সুসম্পর্ককে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তির ভিত্তিপ্রস্তর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সফরকারী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র জাপানের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

অন্যদিকে, শিনজো আবে বাণিজ্যসহ নানা বিষয়ে দু’ দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেয়ার কথা বলেন।

শুক্রবার আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জাপানকে ‘গুরুত্বপূর্ণ ও একনিষ্ঠ বন্ধুরাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ট্রাম্প আরও বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক দক্ষতা বৃদ্ধি চালিয়ে যেতে থাকবে এবং এর মাধ্যমে নৌপথে চলাচলের স্বাধীনতার পাশাপাশি বিভিন্ন যৌথ স্বার্থ টিকিয়ে রাখতে কাজ চলবে।