চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপানি মা: শেষ বৈঠকেও শিশুদের ভবিষ্যত নিয়ে সমঝোতা ব্যর্থ

দুই মেয়ের ভবিষ্যৎ বিবেচনা নিয়ে সমঝোতায় ব্যর্থ হয়েছেন জাপানি নাগরিক মা এরিকো ও বাবা ইমরান শরীফ। এমন পরিস্থিতিতে হাইকোর্টেই সমাধান চেয়েছেন তারা।

আদেশ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ওই দুই শিশুসহ বাবা-ফুফু হাজির হবেন আদালতে। বর্তমানে ওই দুই শিশু তেঁজগাও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

গত ২২ আগস্ট ১০ ও ১১ বছর বয়সি দুই মেয়েকে হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৯ আগস্ট দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা এবং তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই শিশুকে ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

দুই মেয়েকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো। আবেদনে দুই মেয়েকে নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চান ওই নারী।

২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান জাপানি আইন অনুযায়ী বিয়ে করেন। পরে তারা টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যা সন্তান জন্ম হয়। ছোট মেয়ে জাপানে অবস্থান করেছে।