চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স

চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স কমেছে। এই মাসে মোট রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ২৬ লাখ ডলার। যা তার আগের মাস ডিসেম্বরের চেয়ে ৮ কোটি ৮০ লাখ ডলার কম। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৬ লাখ ডলার।

সোমবার অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে ২০২০ সালের ডিসেম্বর মাসের চেয়ে আয় কমলেও গত বছরের জানুয়ারির চেয়ে আয় বেড়েছে। জানুয়ারিতে আয় এসেছিল ১৬৩ কোটি ৮৪ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের জানুযারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে আয় বেড়েছে ৩২ কোটি ৪২ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ৭৩ লাখ ডলার। যা ২০১৯-২০ অর্থবছরের একই সময়েরে চেয়ে প্রায় ৩৮৬ কোটি ৯ লাখ ডলার বেশি। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১০৪ কোটি ৬৩ লাখ ডলার। অর্থাৎ এই সময় রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৯৫ শতাংশ।

অর্থমন্ত্রণালয়ের তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমেছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ দশমিক ৯১ বিলিয়ন ডলার।