চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘রাজাধিরাজ রাজ্জাক’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮:

২০১৮ সালের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ‘রাজাধিরাজ রাজ্জাক’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত জীবনী নির্ভর প্রথম প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। যা মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহেও।

প্রয়াত নায়করাজ রাজ্জাকের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনন করা হয় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তৈরি ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ। রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন।

রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি একসময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ, গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয় জীবনের সহশিল্পীরা।

চলতি বছর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

১৩ সদস্য বিশিষ্ট জুরি বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও চলচ্চিত্র) সভাপতি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য-সচিব হিসেবে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।