চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন খুলনা

শেষ রাউন্ডের ম্যাচে একদিন হাতে রেখেই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা অক্ষুন্ন রেখেছে খুলনা বিভাগ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হল খুলনা।

ঘরোয়া ক্রিকেটে  প্রথম শ্রেণীর চারদিনের ম্যাচের আসর জাতীয় লিগে খুলনা ৩৯৮ রানে ঢাকা মেট্রোপলিশ’কে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ছয় ম্যাচে খুলনার সংগ্রহ ৫৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ঢাকা বিভাগ ৩৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

ফতুল্লায় ঢাকা মেট্রোর বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৫ রানের লিড পায় খুলনা। এনামুলের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করা খুলনা  তৃতীয় দিন তুষার ইমরানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪২৩ রানে ইনিংস ঘোষণা করে।

৫০৯ রানের বিশাল টার্গেট পাওয়া ঢাকা মেট্রো’র দ্বিতীয় ইনিংস মাত্র ১১০ রানে ধসে গেলে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় খুলনা বিভাগ।

জাতীয় দল ও খুলনার পেসার আল আমিন প্রথম ইনিংসে তিনের সঙ্গে আরো ছয় উইকেট নেন দ্বিতীয় ইনিংসে। জাতীয় ক্রিকেট লিগে খুলনার এটা টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে পঞ্চম শিরোপা জয়।