চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাতিসংঘের সিডিপি সদস্য হলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে নিয়োগ দেয়া হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের পরামর্শে ইকনোমিক ও সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) সাম্প্রতিক সেশনে এই অর্থনীতিবিদকে সিডিপি’তে নিয়োগ দেওয়া হয়।

২৪ সদস্যের সিডিপিতে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছর কাজ করবেন তিনি।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানিত ফেলো হিসেবে কর্মরত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বল্পোন্নত দেশ বিষয়ে একজন বিশেষজ্ঞ।

আর জাতিসংঘের অধীনস্ত স্বাধীন প্রতিষ্ঠান সিডিপি স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি–পরামর্শ দিয়ে থাকে।