চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞায় নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরও কঠিন হতে যাচ্ছে। এ সম্পর্কিত খসড়া প্রস্তাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

৬ জানুয়ারি চতুর্থবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এরপর থেকে টানা সাত সপ্তাহের আলোচনার পর চুক্তিতে পৌঁছে ওয়াশিংটন ও বেইজিং।

খসড়া প্রস্তাবনায় নর্থ কোরিয়ার বিশেষ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

আজ এই খসড়া প্রস্তাবনা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের প্রেস অফিস।