চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বোজেসের ১০ বিলিয়ন ডলার

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ১০ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন আমাজানের প্রধান নির্বাহী জেফ বোজেস।

বিশ্বের এ শীর্ষ ধনী বলেন, এই অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়িত্বরত বিজ্ঞানী, সক্রিয় কর্মী এবং অন্যান্য গ্রুপগুলোকে সহায়তার জন্য ব্যয় করা হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি মোকাবেলায় আমি অন্যদের পাশাপাশি থেকে কাজ করতে চাই। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নতুন পথ আবিষ্কার করতে হবে।

নিজের ইনস্ট্রগ্রামে তার প্রতিশ্রুতির অর্থ সামনের গ্রীষ্মে বণ্টন শুরু হবে বলে জানান।

“আজ আমি পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করতে বোজেস আর্থ ফান্ড ঘোষণা করতে পেরে আনন্দিত।

জলবায়ু পরিবর্তন পৃথিবীর জন্য বড় রকমের হুমকি। তাই আমি অন্যদের সঙ্গে মিলে এই লড়াইয়ে থাকতে চাই এবং নতুন পথ আবিষ্কার করতে চাই। আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে। তার জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন।’’

জেফ বোজেসের অর্থের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলারের বেশি। সেখান থেকে ৮% প্রদান করতে চান জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে।

আমাজনের কিছু কর্মকর্তা জেফ বোজেসকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সহায়তার আহ্বান জানানোর প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

অন্য ধনীদের তুলনায় বোজেস সীমিত মানবসেবা করছিলেন এতোদিন। সোমবার তার এ অর্থ সহায়তা ঘোষণার পূর্বে সেপ্টেম্বর, ২০১৮ সালে তার সর্বোচ্চ সহযোগিতার পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার, যা তিনি গৃহহীন পরিবার এবং স্কুলগুলোকে সহায়তার জন্য ঘোষণা করেন।