চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জরুরি ভিত্তিতে ডেঙ্গু পরীক্ষার ৫০ হাজার কিট কিনছে সরকার

জরুরি ভিত্তিতে ডেঙ্গুর জীবাণু পরীক্ষার ৫০ হাজার কিট কেনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও এক লাখ কিট সরবরাহ করবে বলেছে।

বুধবার দুপুরে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিযন্ত্রণ বিভাগ।

সারাদেশে ডেঙ্গু পরীক্ষার কিট পৌঁছে দেয়া হয়েছে বলেও ওই ব্রিফিংয়ে জানানো হয়।

কিট সংকট যেন না হয়, সেজন্য বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ সংশ্লিষ্টদেরকে এ নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের টিম জোর তদারকি করবে।

এছাড়া জানানো হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং নিউরো সায়েন্স হাসপাতালে বিনামূল্যে প্লেটলেট সেপারেশন করে দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীদের ডোনার নিয়ে যেতে হবে।