চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনা

করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে একাকী প্রার্থনা করেছেন।

পোপের বিশেষ ‘উরবি এট ওরবি’ প্রার্থনা বছরে দুইবার অনুষ্ঠিত হয়। ক্রিসমাস আর ইস্টারের সময়ে। করোনাভাইরাসের মহামারীর সময়ে আরো একবার অনুষ্ঠিত হলো এই প্রার্থনা।

হালকা বৃষ্টির মধ্যেই পোপ সবার উদ্দেশ্যে ‘উরবি এট ওরবি’ শুভবার্তা জানান। প্রার্থনাটি লাইভ প্রচার করা হয়।

সাধারণত এই প্রার্থনায় পুরো বিশ্ব থেকে অনেক মানুষ জড়ো হয়। কিন্তু ইটালিতে এখন জাতীয় লকডাউন চলছে আর অনেকে ঘরেই আইসোলেশনে আছেন। তাই শারিরীকভাবে উপস্থিত হওয়ার বদলে পোপ ফ্রান্সিস লাইভে সবার জন্য আশীর্বাদ দেন এবং সবাইকে আত্মিকভাবে সেখানে উপস্থিত থাকার উৎসাহ দেন।

ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০০০ জনে। আর বিশ্বব্যাপি মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে।