চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জনতার মুখোমুখি’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র

গ্যাস-বিদ্যুৎ-জলাবদ্ধতার মতো নানা সমস্যায় নিজ এলাকার ভুক্তভোগীদের তাৎক্ষণিক সমাধানসহ ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন ঢাকা দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকন।

এছাড়া ঢাকায় ৪ হাজার বাস নামিয়ে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে উত্তরের মেয়র যে উদোগ নিয়েছিলেন তা বাস্তবায়ন করার কথাও বলেন দক্ষিণের মেয়র।

মেয়র হিসেবে নির্বাচিত হয়ে নিজ এলাকার উন্নয়নে যেসব অঙ্গীকার করেছিলেন তার কতটা বাস্তবায়ন হয়েছে, ভবিষ্যত পরিকল্পনায় নতুন আর কী করবেন তা তুলে ধরে জনমানুষের কাছে জবাবহিদিহিতায় ‘জনতার মুখোমুখি মেয়র’।

পুরান ঢাকার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠে ব্যতিক্রমি এই উদ্যোগে এলাকাবাসী নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় কর্মকর্তাদের তাৎক্ষণিক তা সমাধানের নির্দেশ দেন মেয়র।

অনুষ্ঠানে আগা সাদেক রোডকে এক সময়ের কাউন্সিলর আলহাজ্জ নাজির হোসেনের নামে করার ঘোষণাও আসে। আগামী কয়েক মাসের মধ্যে সিক্কাটুলি পার্ক ও বাংলাদেশ মাঠকে আধুনিক সবুজ মাঠে রূপান্তরের ঘোষণা দেন সাঈদ খোকন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে :