চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছয়দিন বন্ধ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল

টানা ছয় দিন ধরে পদ্মা নদীতে নাব্য সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর দু’টি বড় আকারের ড্রেজার এই পলি অপসারণে কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মার তলদেশের এই পলিমাটি অপসারণ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী(ড্রেজিং) মো. সুলতান উদ্দিন আহমেদ খান জানান, পুরো নৌ রুটে ২২ লাখ ঘন ফুট পলিমাটি অপসারণ করতে হবে। আগামী ৫/৭ দিনের মধ্যেই নাব্যতা সঙ্কট সমাধান হবে বলে আশা করছি।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুপাশে আটকা পড়েছে বহু পণ্যবাহী ট্রাক। বুধবার দু’প্রান্তে সাড়ে ৪’শ যান আটকা ছিলো। উত্তাল পদ্মা এখন যাত্রীদের লঞ্চ ও স্পীডবোটে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। প্রায় তিন সপ্তাহ ধরে ফেরি চলাচল নানাভাবে ব্যাহত হয়ে আসছে এই রুটে।