চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে ছড়ি ঘোরাচ্ছে আফগানরা

আড়াইশ পেরিয়ে তিনশ’র দিকে যাচ্ছে লিড। অক্ষত এখনো ৭ উইকেট। বলা যায়, চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ আফগানিস্তানের হাতেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটি না বললেও চলছে।

আফগানিস্তান-৩৪২ ও ১৩৫/৩; বাংলাদেশ-২০৫ (তৃতীয় দিনের খেলা চলছে)

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৩৫। তাতে প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে ম্যাচ বাঁচানোর স্বপ্ন।

২৮ রানে তিন উইকেট তুলে আফগানদের দ্রুত অলআউটের যে আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান ও নাঈম হাসান মিলে, সেটা উবে গেছে ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের মাঝে গড়ে ওঠা শতরানের অবিচ্ছিন্ন জুটিতে। দুই ব্যাটসম্যানই পেয়েছেন ফিফটির দেখা।

সিরিজের একমাত্র টেস্টে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৪২ রান তোলে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ২০৫ রানে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৯৪। শনিবার টেস্টের তৃতীয় দিন সকালে আর ১১ রান যোগ হতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের ১১ নম্বর ব্যাটসম্যান নাঈম হাসানকে এলবিডব্লিউ করে পঞ্চম শিকারের দেখা পান আফগান অধিনায়ক রশিদ খান। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই লেগি দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন।