খুব শিগগিরই নাকি বিয়ে করতে যাচ্ছে ফারহান আখতার এবং শিবানি ডান্ডেকর। শোনা যাচ্ছে, ফারহানের ‘তুফান’ মুক্তি পেলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। তবে ছেলের বিয়ে সম্পর্কে নাকি কিছুই জানেন না বাবা জাভেদ আখতার। তবে শিবানির সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে এবং মিষ্টি লেগেছে।
ফারহান আখতারের বিয়ে প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছেন, ‘আপনাদের থেকেই বিয়ের কথা শুনলাম। একদিন আগেই ওর সাথে দেখা হয়েছে। আমাকে কিছু বলেনি। তবে বলা যায় না, আজকালকার সন্তানরা অবশ্য সব গোপন রাখতে চায়।’
শোনা যাচ্ছে ফারহান এবং শিবানি ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি নেয়া শুরু করেছেন। টুকটাক কেনাকাটা, নানা পরিকল্পনার কাজ শুরু করেছেন তারা। তবে এই বিষয়ে ফারহান বা শিবানি এখনও কোনো মন্তব্য করেননি। -টাইমস নাও








