চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছুটির দিনেও এত মৃত্যু!

করোনা ভাইরাসের বিরুদ্ধে পুরো বিশ্ব যখন যুদ্ধ করছে, তখনও বাংলাদেশে বিপুল বিক্রমে সক্রিয় সড়ক দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে যে, সাপ্তাহিক ছুটির দিনেও সড়কে একাধিক দুর্ঘটনায় ঝরে গেছে ১৭ তাজা প্রাণ।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন, হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৮ জন, ময়মনসিংহে দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আর সাভারে প্রাণ হারিয়েছেন ১ জন। সাভারে প্রাণ হারানো ব্যক্তি পুলিশ সদস্য ছিলেন। তিনি নিজের কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাওয়ার সময় নিহত হন।

দেশের বিভিন্ন স্থানে সাপ্তাহিক ছুটির দিনেও এতগুলো মানুষের নিহত হওয়ার ঘটনায় সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তরের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন এখন সাধারণ মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিন বাদেও প্রতিনিয়ত শত শত প্রাণ ঝড়ছে সড়কে। এর মধ্যে কিছু ঘটনা গণমাধ্যমে আসে, বেশিরভাগই আসে না।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে। সেখান থেকেও সংশ্লিষ্টরা শিক্ষা গ্রহণ করেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া রোধে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেসব নির্দেশনা তেমন একটা বাস্তবায়ন করা হয়নি।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা যেমনই চালকবান্ধব, তেমনই সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও কার্যকর। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়নও নেই বললেই চলে! নিরাপদ সড়ক নিশ্চিতে উদাসীনতার ফলেই এত প্রাণহানি ঘটছে বলে আমরা মনে করি। এটা কোনোভাবেই কাম্য নয়।

সড়কে অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি।