চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছিটমহলবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছিটমহলবাসীদের যেন কোনরকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড় ও টাঙ্গাইল জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, বাংলাদেশ যেসব ছিটমহল পাবে সেসব জায়গায় স্কুল, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

গত ৭ মে ভারতের লোকসভায় অনুমোদন পায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল। এ খবরে উচ্ছ্বসিত ছিটমহলবাসী। কারণ সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দু’ দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে মূল দেশের পরিচয়।

চুক্তির ফলে বাংলাদেশকে ১১১টি ছিটমহল ফেরত দেবে ভারত। এগুলোর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর। চুক্তি অনুযায়ী ভারতকে বাংলাদেশ ৫১টি ছিটমহল দেবে যেগুলোর আয়তন ৭ হাজার ১০ একর।

ছিটমহল চুক্তি বাস্তবায়নে শিগগিরই চূড়ান্ত অনুমোদনপত্র বা লেটার অফ রেটিফিকেশন বাংলাদেশ সরকারকে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পংকজ সরন।