চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছাত্রলীগের হামলা: সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

ওই ঘটনার পরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও ভিসি অবরুদ্ধের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল হয়ে উঠে  ঢাবি ক্যাম্পাস।

বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ধর্মঘটসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্রজোট।

‘সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে শিক্ষার্থীদের আরেকটি অংশ ভিসি কার্যালয় ভাঙচুর ও ভিসিকে অবরুদ্ধ করার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে।

মঙ্গলবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি হয় ২৩ শিক্ষার্থী।

এদিন  শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে সকাল থেকে আন্দোলনের পর ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করছিল। দুপুর ৩ টার দিকে হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই হামলা চালোনো হয়।

এ সময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।