চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছবির সাফল্যে বোনাস দিবে নেটফ্লিক্স?

কোনো ছবি সফল হলে সেই ছবির নির্মাতা, অভিনয়শিল্পী এবং প্রযোজকদের বোনাস দেয়ার পরিকল্পনা করছে নেটফ্লিক্স।

মেধাকে উৎসাহিত করার জন্য সিনেমার সাফল্যে বোনাস দেয়ার পদ্ধতি শুরু করার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। গোপনীয়তা রক্ষার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, সাফল্য নির্ধারণ করা হবে ছবির ধরণের উপর নির্ভর করে। বড় বাজেটের তারকাবহুল ছবির সাফল্য নির্ধারণ করা হবে কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে তার উপর। অন্য ছবিগুলোর সাফল্য নির্ধারণ করা হবে কতগুলো ভিউ হয়েছে তার উপর।

নেটফ্লিক্স কখনই ‘ব্যাক-এন্ড ডিল’ করে না। প্রযোজকদেরকে ছবি মুক্তির আগেই পুরো খরচ এবং কিছু লাভ দেয় নেটফ্লিক্স। ফলে প্রযোজকরাও ঝুঁকি ছাড়াই ইনভেস্ট করতে পারছে।

টেলিভিশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্য বোনাস দেয়ার প্রচলন আগে থেকেই ছিল। কোনো টিভি শো যখন তুমুল জনপ্রিয়তা পায় তখন প্রযোজকদেরকে বোনাস দেয় নেটফ্লিক্স। সেই সঙ্গে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও বাড়িয়ে দেয়া হয়। ব্লুমবার্গ