চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যাম্পিয়ন মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এবং বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে পান্না ঘোষের ক্যারিয়ার সেরা (১৬/৫) বোলিংয়ে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েদের ৯৭ রানে থামিয়ে দেয় টিম টাইগ্রেস।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভবিষ্যতে নারী ক্রিকেটারদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে অভিনন্দন বার্তায় আশাব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য বর্তমান সরকার সবধরনের সহযোগিতা চালিয়ে যাবে।

গত মাসে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে ফিরেছিল টিম টাইগ্রেস। বাছাইপর্ব শুরুর আগে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-১এ সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে সালমা খাতুনের দল। শেষে আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের রুপালি রংয়ের ট্রফিও জিতে গত এক মাসে তিনটি ট্রফি অর্জনের খাতায় যুক্ত করেছে লাল-সবুজের মেয়েরা।