চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম নারী রেফারি হওয়ার বিরল কীর্তি অর্জন করতে যাচ্ছেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা। এর আগে ২০১৯ সালে উয়েফা সুপার কাপে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। তার হাত ধরে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর প্রবেশ করতে চলেছে নতুন যুগে।

বুধবার রাতে জুভেন্টাস-ডায়নামো কিয়েভ ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে চলা ফ্র্যাপা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নারী রেফারি হলেও পুরুষদের ম্যাচ পরিচালনায় বেশ সিদ্ধহস্ত ফ্র্যাপা। ২০১৯ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন ফ্র্যাপা উয়েফা সুপার কাপ ছাড়াও রেফারির দায়িত্বে ছিলেন গত এপ্রিলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের অ্যামিয়েন্স ও স্ট্রসবুর্গ ম্যাচে।

গত অক্টোবরে ইউরোপা লিগের ম্যাচে লেস্টার সিটি বনাম জরিয়া লুহান্সক ম্যাচেও রেফারি ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাপা প্রথম হলেও উয়েফার প্রতিযোগিতায় প্রথম নারী রেফারি হওয়ার কীর্তি নিকোল পেটিগন্যাটের। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত উয়েফা কাপের তিনটি ম্যাচ পরিচালনা করেন ওই সুইস রেফারি।