চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল আই ২২ বছর পূর্ণ করেছে জেনে আমি আনন্দিত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চ্যানেল আইয়ের ২৩ বছরে পদার্পণকে সামনে রেখে এক অভিনন্দন বার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: চ্যানেল আই তার পথচলার ২২ বছর পূর্ণ করেছে জেনে আমি আনন্দিত। ২৩ বছরে পদার্পণের এ আনন্দঘন মুহূর্তে চ্যানেল আই পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে উদ্দীপ্ত দেশে গণমাধ্যম আজ উন্নয়নের সহযাত্রী। দেশমাতৃকার জন্য গণমাধ্যমের এ ভূমিকা থাকুক অব্যাহত।

আজকের দিনে গণমাধ্যমের ভূমিকা যেমন প্রতিযোগিতাপূর্ণ তেমনি তাৎপর্যবহ। জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেয়া ও সুস্থ বিনোদনের চাহিদা পূরণের পাশাপাশি দেশ ও মানুষের মনন গঠন, বিজাতীয় সংস্কৃতির থাবা থেকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং জনগণকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্দীপ্ত করা গণমাধ্যমের সুমহান দায়িত্ব। এই দায়বদ্ধতার ভেতর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সংবাদ ও অনুষ্ঠান প্রচারে চ্যানেল আই এর উৎকর্ষের স্বাক্ষর অক্ষুণ্ন থাকুক।

কল্যাণ আর আনন্দের বার্তা নিয়ে চ্যানেল আই পৌঁছে যাক দেশের সর্বত্র এবং বিশ্বময়।