চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিনের অনুষ্ঠান

ঈদ মানেই আনন্দ। আর ঈদ আনন্দের একটি বড় অংশ জুড়ে থাকে টিভির আনন্দ অয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

চ্যানেল আইতে ঈদ উপলক্ষ্যে থাকছে সাতদিনের আনন্দ আয়োজন। দেখে নিন ঈদের চতুর্থ দিনে কি কি অনুষ্ঠান রয়েছে চ্যানেল আইয়ের পর্দায়।

ঈদের ৪র্থ দিন সকাল ৯:৩০ মিনিটে দেখবেন ঈদের বিশেষ ‘গ্রামীণফোন তৃতীয় মাত্রা’। সকাল ১০:৩০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আইতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কি দারুন দেখতে’। 

দুপুর ২:৩০ মিনিটে দেখবেন বৃন্দাবন দাস-এর রচনা এবং শাহনেওয়াজ কাকলী-এর পরিচালনায় টেলিফিল্ম 
‘দি কাকলী অপেরা’। বিকাল ৪:৩০ মিনিটে দেখবেন আজাদ আবুল কালাম-এর রচনা এবং আরিফ খানের পরিচালনায় টেলিফিল্ম ‘তবু আমরা দেবোনা ভুলিতে’।

ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৬:১০ মিনিটে দেখবেন ফরিদুর রেজা সাগর-এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে আফজাল হোসেন নির্মিত ঈদ ধারাবাহিক ‘রাগ করে রাঙামাটি’। রাত ৭:৫০ মিনিটে দেখবেন
আরিফ রহমান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘সুইচ অফ’। 

রাত ৯:৩৫ মিনিটে দেখবেন আনিসুল হক-এর রচনা এবং শামীম শাহেদ-এর পরিচালনায় নাটক ‘হঠাৎ প্রিয়তমা’। রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেখবেন অনন্যা রুমার প্রযোজনায় সরাসরি ঈদের বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘চ্যানেল আই ঈদ স্পেশাল রক ধামাকা’।