চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোরাচালান বন্ধে বিজিবিকে সচেষ্ট থাকার নির্দেশ

সীমান্তে চোরাচালান বন্ধে সর্বদা সচেষ্ট থাকার নির্দেশ দিয়ে নতুন বিজিবি সদস্যদের প্রতি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘বিভিন্ন প্রতিকূলতার মাঝেও দৃঢ় মনোবল, নির্লোভ ও নির্ভিক থাকতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বপালনকালে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরই এই বাহিনীর সম্মান ও গৌরব নির্ভর করছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য বিজিবি’র নতুন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার রাষ্ট্রপতি চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার স্কুল এন্ড কলেজে বিজিবি’র ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সমাপণী কুচকাওয়াজ ও অনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে ৪৯জন নারীসহ ৫৪৪জন বিজিবি’র সৈনিক জীবন শুরু করলো। অনুষ্ঠানে সব বিষয়ে সেরা চৌকস হিসাবে প্রথম স্থান অধিকারী মঈন উদ্দিনসহ সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতিসহ অতিথিরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। এর আগে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছুলে তাকে স্বাগত জানান, স্বরাস্ট্রমন্ত্রী সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামসহ বিবিজির কর্মকর্তারা।