চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোখে ‘ঝান্ডু বাম’ লাগিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

‘ঝান্ডু বাম’ মলম চোখে লাগিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত একটি সংঘবদ্ধ চক্র।

রাজধানীর পল্টনের এনসিসি ভবনের সামনে থেকে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-৩।

আটকরা হলেন, মো. জুম্মন শেখ, মো. রুবেল, মো. গোলাম মোস্তফা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু ও একটি ঝান্ডু বামের কৌটা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফায়জুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পল্টনের এনসিসি ভবনের সামনে অভিযান পরিচালনা করলে আমাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ছিনতাইকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ছিনতাইকারীরা সুবিধাজনক স্থানে সুযোগ বুঝে পথচারীদের পথরোধ করে চোখে ‘ঝান্ডু বাম’ মলম দিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারাত্মক জখম ও ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত।

আটক ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হয়ে পল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।