চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চেক জালিয়াতির মামলায় ত্বকীর বাবার এক বছরের কারাদণ্ড

চেক জালিয়াতির মামলায় নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই কোটি দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

২০১২ সালের ২৫ এপ্রিল ব্যবসায়ী জালাল উদ্দিন রফিউর রাব্বির বিরুদ্ধে এই মামলা দায়ের করে। তার অভিযোগ, রফিউর রাব্বি তাকে তার পাওনা পরিশোধ বাবদ ৪০ লাখ ও ৩০ লাখ মোট ৭০ লাখ টাকার দুটি চেক দেন। কিন্তু এই চেক ব্যাংক থেকে জালিয়াতি হয়।