চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হয়রানি কমাতে দর্শনা কাস্টমস চেকপোস্টে যাত্রীসেবার মান বাড়ানোর দাবি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে যাত্রী সংখ্যা বাড়লেও বাড়ছে না যাত্রী সেবা। নানা জটিলতায় যাত্রীদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি। অর্ধশত বছরের পুরনো স্থলপথটি আধুনিকায়ন করা হলে বাড়বে রাজস্ব আয়।

চুয়াডাঙ্গা শহর থেকে ২৫ কিলোমিটার দুরে দর্শনার জয়নগর গ্রামে কাস্টমস চেকপোস্ট স্থাপিত হয় ১৯৪৭ সালে। ভালো রেলযোগাযোগ আর কলকাতার দুরত্ব মাত্র ১শ’২৮ কিলোমিটার হওয়ায় প্রতিদিন ৮ থেকে ৯শ’ যাত্রী ওই রুটে যাতায়াত করছেন। কিন্তু যাত্রী সুবিধা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিমুহুর্তেই।

ইমিগ্রেশনের কাজও হয় ছোট একটি কক্ষে। চেকপোস্টের কর্মকর্তারা কাজ করেন বারান্দায়। তবে ইমিগ্রেশ কর্মকর্তরা বলছেন, খুব শিগগিরই ইমিগ্রেশন ভবন নির্মাণ হবে।

হয়রানি কমাতে দর্শনা চেকপোস্টে দ্রুত যাত্রী সেবার মান বাড়ানোর দাবি ভারত ও বাংলাদেশের যাত্রীদের।

আরও দেখুন চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মৌসুমী সুলতানার রিপোর্টে: