চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনের হামলা হলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন 

চীন কর্তৃক আক্রমণের শিকার হলে তাইওয়ানকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র।

জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কেননা, চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।

বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে এসব মন্তব্য করেন বাইডেন।

তিনি বলেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে।

তাইওয়ান নিয়ে চীন-মার্কিন নীতিগত চুক্তির মাঝে বাইডেন এমন মন্তব্য করলেন। তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র থেকে বলা হয়েছে, এমন মন্তব্য এই নীতির পরিবর্তন ঘটায় না।

চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে বলে জানাল।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করে আসছে।

কয়েকদিন আগে যদিও জো বাইডেন বলেছিলেন, তাইওয়ানে দুই দেশের শান্তি চুক্তি মেনে চলবেন তারা। চীনও এতে একমত পোষণ করেছেন।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। কিন্তু তাইওয়ান নিজেদেরকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে।