চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়াতে বললেন আমির

সিনেমা ফ্লপ হলে নিজেকে ব্যর্থ মনে করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। শুধু তাই নয়, খুব অপরাধ বোধেও ভুগেন তিনি। আর সেজন্যই সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ‘থাগস অব হিন্দুস্থান’এর ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। তবে এই ব্যর্থতার মূল কারণ কি সেটি সম্পর্কে খোলাখুলি কিছু বলেননি ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেতা।

তবে এবার মুখ খুললেন আমির। তিনি বলেছেন, যারা ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখছেন, তাঁদের পারিশ্রমিক বাড়ানো দরকার। শুধু তাই না, পরবর্তী চিত্রনাট্যকারদের জন্য বিশেষ একটি রেভিনিউ মডেল তৈরির ভাবনাও আছে এই অভিনেতার। এছাড়াও তিনি আরো বলেন, ‘ছবির স্ক্রিপ্ট কেমন, তার ওপর ভিত্তি করে আমি ছবি বাছাই করি। তাই আমার মনে হয়, একটা ছবির নেপথ্যে চিত্রনাট্যকার খুব গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যকারদের আরও বেশি পারিশ্রমিক দেওয়া উচিত, যাতে তাঁরা ভালো ভালো চিত্রনাট্য লিখতে পারেন। কারণ ভালো চিত্রনাট্য ছাড়া কখনোই ভালো ছবি হতে পারে না।’

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনিত ‘থাগস অব হিন্দুস্থান’ । যা প্রথমদিনে ভাল ব্যবসা করতে পারলেও পরবর্তীতে আর উঠে দাড়াতে পারেনি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তি ২০দিনের মাথায় আয় করেছে মাত্র দেড়শ কোটি রুপি। যা হতাশ করেছে আমিরসহ দর্শকদেরও। হয়ত এই হতাশা ও ব্যর্থতা নিয়েই চিত্রনাট্যকারদের পাশে দাড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।