চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় ৬ চিকিৎসক বরখাস্ত

করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় রাজধানীর উত্তরাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ওই আদেশে বলা হয়: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অনিচ্ছা প্রকাশ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশে চিকিৎসকদের সাময়িক বরখাস্ত করা হলো।

কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় অনিচ্ছা প্রকাশ করায় বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন: জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক, জুনিয়র কনসালটেন্ট ডা. হীরন্ব চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভিন, মেডিক্যাল অফিসার ডা. কাওসার উল্লাহ।

তবে হাসপাতালটির বাবুর্চি পালিয়ে যাওয়ায় দু’দিন ধরে কলা-রুটি খেয়ে চিকিৎসা সেবা দিতে হওয়ায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।