চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চিকিৎসকদের উপর হামলা, ক্ষুব্ধ অজয় দেবগন

করোনার এই দুঃসময়ে সর্বসাধারণকে নির্ভীক যোদ্ধার মতো সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স ও পুলিশ বাহিনীর সদস্যরা। অথচ কোথাও কোথাও তাদের উপর হামলার ঘটনা ঘটছে। আর তাতে সবার মতো চটেছেন অভিনেতা অজয় দেবগন।

করোনার এই মহামারির কালে নিজেদের জীবন বাজি রেখে করোনার সংক্রমণ রুখতে লড়াই করে যাচ্ছেন ডাক্তার, নার্সসহ পুলিশ বাহিনীরা। কিন্তু সম্প্রতি ভারতের বেশ কিছু অঞ্চলে ভিন্ন ভিন্ন ঘটনায় চিকিৎসক, রোগী ও পুলিশ বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন।

নিজের টুইটারে অজয় দেবগন হামলাকারীদের ‘নিকৃষ্ট অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, এই জাতীয় মানুষই সমাজের বৃহত্তম অপরাধী। সেই সঙ্গে তিনি লকডাউনে জনসাধারণকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন।

অজয়ের এই টুইট দেখার পরে তাঁর অনেক ভক্তকে তাকে সমর্থন করতে দেখা গেছে।