চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার শিশু হত্যা: পুলিশের গাফিলতি ছিলো

হবিগঞ্জের বাহুবলে পঞ্চায়ের বিরোধকে কেন্দ্র ৪ শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফলতির অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার দুপুরে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নিকট এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে বাহুবল থানার এসআই জিয়াউর রহমান জিয়াকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ওসি তদন্ত আব্দুর রহমানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির এর পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।

পরে ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকেই বাহুবল থানা পুলিশের গাফলতি রয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

দুই দফা তারিখ পরিবর্তনের পর রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।