চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার বছরের জন্য রোনালদোদের ডেরায় আসছেন এরিক

চার বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন এরিক টেন হ্যাগ। স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে, নতুন মৌসুমে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসার সম্মতি জানিয়েছেন এই ডাচম্যান।

ওলে গানার সলশেয়ারের বিদায়ের পর রেড ডেভিলদের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রাল্ফ র‌্যাঙ্গনিক। তার অধীনে রোনালদোরা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে বাদ পড়ার পর শঙ্কায় প্রিমিয়ার লিগে শেষ চারে থাকা নিয়েও। এমন অবস্থা ঐতিহাসিক ক্লাবটির জৌলুস ফেরাতে ডাগ আউটে টেন হ্যাগকে টানছেন ইংলিশ ক্লাবটি।

কদিন আগে, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছিল, রোনালদোদের কোচ হিসেবে টেন হ্যাগকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। গত মাসে সাক্ষাৎকারে ক্লাব কর্তাদের মনও জয় করে নিয়েছেন এ ডাচম্যান। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

কোনো সমস্যা না হলে এ মাসেই ৫২বর্ষী এরিককে নতুন বস হিসেবে ঘোষণা দিতে পারে ম্যানইউ, জানিয়েছে মার্কা। ইউনাইটেড বলছে, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হলেও নতুন কোচের জন্য আলোচনা একটি অগ্রসর পর্যায়ে রয়েছে।

এদিকে, ক্লাবের ট্রান্সফার মার্কেটের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন রোনালদোদের ভাবী বস। আসছে দলবদলের বাজারে পছন্দের খেলোয়াড় টানার কাজও শুরু করে দিয়েছেন টেন হ্যাগ, আসছে এমন খবরও।