চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার দিনের সফরে সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং কূটনীতিক ও রাজনীতিকরা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সফরে সৌদি রাজপ্রাসাদে বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ সফরে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নব নির্মিত নিজস্ব ভবনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কাউন্সিল অব সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।