চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার্জশিটের অপেক্ষায় রাজনের পরিবার

সিলেটের শিশু রাজন হত্যা মামলায় চার্জশিটের অপেক্ষায় আছেন তার মা-বাবা। চার্জশিটে ওই ঘটনার সঙ্গে জড়িত সব আসামির অর্ন্তভূক্তির পাশাপাশি পলাতক কামরুলকে দেশে ফিরিয়ে আনার দাবিও তাদের।

গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কয়েক যুবক। এ নৃশংস এ হতাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ  মাধ্যমে প্রচার হলে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয় পুরো দেশ।

এরপর তৎপর হয় প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িত বেশিরভাগ আসামিকেই গ্রেফতার করে। তবে ঘটনার অন্যতম হোতা কামরুল সৌদি আরবের জেদ্দা পুলিশের হাতে গ্রেফতার হলেও তাকে এখনো দেশে ফিরিয়ে আনতে পারেনি সরকার।

বুধবার আইনমন্ত্রী এক অনুষ্ঠানে ঘোষণা করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটায় চার্জশিট দেওয়া হবে।

এরপর থেকেই চার্জশিটের অপেক্ষায় আছে রাজনের পরিবার।

রাজনের বাবা আজিজুর রহমান বলেন, প্রকৃত যারা অপরাধী তাদেরকে যেন চার্জশিটে অর্ন্তভূক্তি করা হয়। একই সঙ্গে আসল অপরাধীদের ডেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।

খুনি কামরুলকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, গত ২৯ তারিখে কামরুলকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও তা হয়নি। তাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করা হয়। না হলে আমার বাচ্চার মা অার বাচ্চার আত্মা শান্তি পাবে না।