চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার্চে হামলাকারীর জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার চার্লসটনে চার্চে বন্দুক হামলায় ৯ জনকে হত্যার ঘটনায় আটক ডাইল্যান রুফের জামিন নামঞ্জুর করে জেল হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আর ‘ঘৃণ্য অপরাধে তার মৃত্যুদণ্ড চেয়েছেন সাউথ ক্যারোলিনার গভর্নর।

আগামী ২৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রুফের বিরুদ্ধে ৯টি হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়।

জামিন শুনানিতে অস্ত্র রাখার অভিযোগটিতে আদালত ১০ লাখ মার্কিন ডলার মুচলেকা নির্ধারণ করলেও, ৯টি খুনের অভিযোগে তাকে জামিন দেয়া হয়নি।

জামিন শুনানিতে নিহতদের স্বজনদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সাউথ ক্যারোলিনার গভর্নর নিকি হেলি বলেছেন, তিনিসহ আরো অনেকেই চান অভিযুক্ত ডাইল্যান রুফের মৃত্যুদণ্ড হোক।