চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাকরির অযোগ্য ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট

ভারতে ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন শেষ করা ৮০ শতাংশ ছাত্র-ছাত্রীই চাকরির অযোগ্য এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর লাখ লাখ ইঞ্জিনিয়ার বের করলেও করপোরেট অফিসগুলো বলছে, তাদের অধিকাংশরেই চাকরি করার মতো যোগ্যতা নেই।

‘অ্যাসপায়ারিং মাইন্ডস ন্যাশনাল ইমপলয়েবিলিটি’র রিপোর্ট অনুযায়ী-২০১৫ সালে ভারতের ৬৫০টি কলেজ থেকে ১ লাখ ৫০ হাজার ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। কিন্তু তাদের ৮০ শতাংশেরই চাকরি করার মতো যোগ্যতা নেই।

সবচেয়ে বেশি ভালো ইঞ্জিনিয়ার বের হয়েছে রাজধানী দিল্লি থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। ২৫ শতাংশ চাকরিযোগ্য ইঞ্জিনিয়ার বের করেছে কেরালা ও ওড়িষ্যা।

আর সবচেয়ে বেশি অযোগ্য ইঞ্জিনিয়ার বের হয়েছে পাঞ্জাব ও উত্তরাখণ্ড থেকে।