চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বেড়েছে

চাঁদপুরে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার দু’শতাধিক ক্লিনিকে শুধু বিনামূল্যে স্বাস্থ্যসেবাই নয়, প্রয়োজনীয় ওষুধও দেয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশেই কাজ করছে কমিউনিটি ক্লিনিকগুলো। চাঁদপুর জেলাতেও রয়েছে দু’শতাধিক কমিউনিটি ক্লিনিক। সেবার মান বাড়ায় প্রতিদিনই প্রচুর রোগী সেবা নিতে ক্লিনিকগুলোতে ভিড় করছেন।

কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় সুবিধা বঞ্চিত মানুষদের হাতের নাগালে স্বাস্থ্য সেবা চলে আসায় তাদের আর ছুটতে হচ্ছে না শহরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে