চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চাঁদপুরে এবার আলু চাষ কমেছে

এ বছর আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে কৃষক। পর পর দু’বছর অতিবৃষ্টিতে ফলন বিপর্যয় হওয়ায় হতাশা তৈরি হয়েছে তাদের।

পর পর দু বছর অতিবৃষ্টিতে আলু ক্ষেতের জমি পানিতে তলিয়ে যাওয়ায় চাঁদপুরের কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিলো। ক্ষতিগ্রস্ত কৃষক সে সময় সরকারী কোন আর্থিক সহায়তা না পাওয়ায় এ বছর আলু চাষ কমিয়ে দিয়েছে।

এবার আলু চাষের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে দু’হাজার হেক্টর জমি কমিয়ে আনা হয়েছে।

চাঁদপুরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান জানিয়েছেন, চাঁদপুর সদর হিমাগারগুলিতে প্রচুর আলু এখানো মজুদ রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: