চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের কাছে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চলছে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা কার্যক্রম। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দিতেই এই উদ্যোগ।

চাঁদপুরের প্রত্যন্ত উপজেলা হাইমচর। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন বিশেষজ্ঞ ডাক্তার। এতে প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয়রা। দূর-দূরান্ত থেকে আসা গ্রামের দরিদ্র রোগীরা যাদের সামর্থ্য নেই, ভালো ডাক্তার দেখাতে পারেন না, তারাই মূলত এ সেবা গ্রহণ করছেন। বর্তমানে এ স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন সেবা চালু হওয়ায় রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ করে পরামর্শ ও চিকিৎসা নিতে পারছেন।

টেলিমেডিসিন সেবা দিতে পেরে খুশি চিকিৎসকরাও। চাঁদপুরের আরো ৭টি উপজেলায় টেলিমেডিসিন চিকিৎসা সেবা চালুর পরিকল্পনার কথা জানান সিভিল সার্জন।

চাঁদপুরের অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত টেলিমেডিসিন সেবা স্থাপনের দাবি স্থানীয়দের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে