চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন আম্পায়ার নাদির শাহ

ক্যান্সারে আক্রান্ত হয়ে বাঁচার যুদ্ধ করছিলেন দীর্ঘ সময়। কয়েকদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। সেই অবস্থা থেকেই মারা গেলেন আম্পায়ার নাদির শাহ। সাবেক ক্রিকেটার ও বাংলাদেশে আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফুসফুসের ক্যান্সারে ভুগে মৃত্যুকালে নাদির শাহর বয়স হয়েছিল ৫৭ বছর। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন লেগ স্পিনার। আবাহনী, মোহামেডান, আজাদ বয়েজ, ব্রাদার্স ইউনিয়ন, সূর্যতরুণ, বিমান, ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্লাবে খেলেছেন।

আম্পায়ারিং ক্যারিয়ার শুরু দেশের ঘরোয়া ক্রিকেটে। ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ে অভিষেক। শুরু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে।

নামের পাশে আছে ৪০ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি পরিচালনার পরিসংখ্যান। টিভি আম্পায়ার ছিলেন ৬ টেস্ট ও ২৩ ওয়ানডেতে। আছে ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ, ১২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা।

তিনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর অনুজ।