চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়েটিয়ার

চলে গেলেন হলিউড অভিনেতা সিডনি পোয়েটিয়ার। তার বয়স হয়েছিল ৯৪ বছর। পোয়েটিয়ার হলেন প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন।

১৯৬৩ সালে অস্কারে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে পুরস্কার জয় করেছিলেন পোয়েটিয়ার। সিনেমার নাম ছিল ‘লিলিজ অফ দ্য ফিল্ড’।

মার্কিন এবং বাহমিয়ার নাগরিক ছিলেন সিডনি পোয়েটিয়ার। পঞ্চাশ ও ষাটের দশকে যখন গোটা মার্কিন মুলুক জুড়ে বর্ণবৈষম্যকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল, সমাজের সেই চিত্র রুপালী পর্দায় তুলে ধরে সাফল্যের শীর্ষে উঠেছিলেন অভিনেতা। ১৯৬৭ সালে তার জোড়া ক্লাসিক সিনেমা ‘গেস, হু ইজ কামিং টু ডিনার’ এবং ‘ইন দ্য হিট অফ দ্য নাইট’ দর্শকদের মনে এখনও দাগ কেটে আছে।

টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। পাশাপাশি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন বিচারপতি থারগুড মার্শালের চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মেডল অফ ফ্রিডম’-এ সম্মানিত করেন।