চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চলনবিলে নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

আখতারুজ্জামান আখতার: পাবনার চাটমোহরে চলনবিলে বেড়াতে এসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে শিউলি খাতুন ও শাহনাজ বেগম নামে ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন শিউলির স্বামী আবদুল বিল্লাল গণিসহ আরও ৩ জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, আবদুল বিল্লাল গণি, মো. স্বপন হোসেন ও তার মেয়ে সাদিয়া খাতুন।

জানা গেছে, শুক্রবার ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও কুষ্টিয়া উপজেলা থেকে আসা তাদের কয়েকজন বন্ধু ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা শুক্রবার সকালে চলনবিল ভ্রমণের উদ্দেশে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ নৌবাড়িয়া ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে চলনবিলের মধ্যে দিয়ে তাড়াশ উপজেলায় যান। পরে সন্ধ্যায় চাটমোহরে ফেরার পথে হান্ডিয়ালের পাইকপাড়া নামক স্থানে নৌকাটি উল্টে যায়।

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও নৌকাসহ পানিতে তলিয়ে যায় ৫ জন।

এছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানান চাটমোহর ফায়ার সার্ভিস।

স্থানীয় উদ্ধারকারীরা জানান, নৌকার ছইয়ের ওপর লোক বেশি থাকার কারণে নৌকাটি উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম।