চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৫%: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ অর্জিত হবে বলে সরকার যে আভাস দিয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটি বলেছে, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ নয়, ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের (বাংলাদেশ) কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবৃদ্ধির এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এতে বলা হয়েছে, আগামী ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ আর ২০১৯ -২০ অর্থবছর প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ শতাংশে।

এর আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছিলেন, অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ৬৫ শতাংশ।

সংবাদ সম্মলেনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বলা হচ্ছে জিডিপি ৭ দশমিক ৬৫ শতাংশ হবে। কিন্তু এটা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আরো ব্যাখ্যা-বিশ্লেষণ দরকার।

এ সময় তিনি ব্যাংকিং খাত নিয়ে বলেন: ‘মুদ্রানীতি ঘোষণার ক্ষেত্রে আরো সতর্ক ও সংযত হওয়া দরকার। এটা যেন বাংলাদেশ ব্যাংক নিজেই করতে পারে সেই চেষ্টা করতে হবে।’

জাহিদ হোসেন বলেন: ‘জিডিপি নিয়ে সরকারের সমালোচনা নয়, এটা বিশ্লষণের ব্যাপার। আমরা বিশ্লেষণের কথা বলছি।’

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান উপস্থিত ছিলেন।