বলিউডে যেন চলছে বিয়ের মৌসুম। গেল বছরের শেষ থেকেই একের পর এক তারকার বিয়ে হচ্ছে। তবে এবার জানা গেল চমকপ্রদ এক খবর।
জানা গেছে, চলতি বছরেই বলিউড অভিনেতা সুনীল শেঠির ঘরে দুটি বিয়ের আয়োজন! অভিনেতার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরেই কন্যা আথিয়া শেঠি ও পুত্র অহন শেঠিকে বিয়ে করাবেন সুনীল।
সুনীল কন্যা আথিয়া বিগত তিন বছর ধরে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। অপরদিকে পুত্র অহনও প্রেমের সম্পর্কে আছেন তানিয়া শ্রফের সঙ্গে। এবং তাদের প্রেমের সম্পর্ক বেশ মজবুত বলেও জানা গেছে।
এদিকে চলতি বছর আথিয়া-রাহুলের চার হাত এক হলেও অহন-তানিয়ার বিয়ের বিষয়টি নিয়ে ক্ষাণিকটা শঙ্কা রয়েছে। কেননা ফিল্ম ক্যারিয়ারে সম্প্রতিই পা রেখেছেন অহন। সুতরাং, ফিল্ম ক্যারিয়ারে তার সাফল্য কতটা আসে সেটিও এখন প্রশ্নের বিষয়।
বলিউডে অহনের ডেবিউ সিনেমা নাম ‘তাড়াপ’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তারা সুতারিয়া।








